রাতের অন্ধকারে জমির ফসল নষ্ট করার অভিযোগ : উত্তেজনা মালদার মাথাবাড়ি এলাকায়

7th June 2020 মালদা
রাতের অন্ধকারে জমির ফসল নষ্ট করার অভিযোগ : উত্তেজনা মালদার মাথাবাড়ি এলাকায়


দেবাশীষ পাল ( মালদা ) :  দুই বিঘা জমির শাক সবজি ও শিমুল গাছ কেটে ফেলে দেওয়া অভিযোগ উঠল মালদা জেলার মাথাবাড়ি থানার গঙ্গাপ্রসাদ গ্রাম পঞ্চায়েতের নতুন  কুড়িয়াটাইড় গ্রামে। জমি মালিকের অভিযোগ রাত্রে অন্ধকারে বেশ কিছু দুষ্কৃতী দল এসে জমির ফসল নষ্ট করে দিয়েছে সেখানে চিল বেশকিছু শিমুল গাছ এবং ঢেঁড়স ও বিভিন্ন শাক সবজির চাষ করা হয়ে ছিল। কৃষকরা জানিয়েছে তাদের জমির ফসল ক্ষতি মূল্য আনুমানিক দুই লক্ষ টাকা।জমির মালিক নাম গৌতম মন্ডল ও চাদু মন্ডল।  এবিষয়ে গৌতম মন্ডল  বলেন, গতরাত্রে কিছু দুষ্কৃতী এসে আমার প্রায় ২ বিঘা জমিতে লাগানো শাকসবজি ও শিমুল গাছ কেটে নষ্ট করে দিয়েছে । আমরা ব্যাঙ্কে ঋন নিয়ে এই সবজি চাষ করছি এখন কি করে  ব্যাঙ্কের ঋণ পরিশোধ করবো বুঝতে পারছি না । গৌতম বাবু বলেন প্রশাসনের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন।





Others News